AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩২ পিএম, ২০ জুলাই, ২০২৫

ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

দেশবরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান আর নেই। রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েকদিন ধরে ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুজ্জামান খান। তিনি ১৯৬৭ সালে তৎকালীন বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭০ সালে শিক্ষক হিসেবে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দেন।

হামিদুজ্জামান খানের বেশিরভাগ ভাস্কর্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে ধারণ করে নির্মিত। ২০০৬ সালে শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদকে ভূষিত হন।

তাঁর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে— ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ‘জাগ্রত বাংলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ফ্রিডম’, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’, আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন চত্বরে ‘মৃত্যুঞ্জয়ী’ এবং মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।

 

একুশে সংবাদ/ই.ট/এ.জে

Link copied!