মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ১০ দিন একটি পুকুরের পাড়ে কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় এক দিমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামসুল হাওলাদার (৪০)। লাশের পাশে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে দিনমজুরের লাশ উদ্ধার করে। নিহত শামসুল হাওলাদার জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে। এর আগে গত গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন দিনমজুর শামসুল হাওলাদার।
সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান জানান, দিনমজুর নিখোঁজের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারী সিরাজদীখান থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রহিমা আক্তার নামে এক নারীসহ ২ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে।
আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীনগর ও সিরাজদীখান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার করতে সক্ষম হন। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

