ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আদালত এখনও পর্যন্ত কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কোনো চিঠি দেয়নি আদালত।’
ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফরে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তাও এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গ আসবে কি না তা এখনও নির্ধারিত নয়। কারণ সংশ্লিষ্টরা এ বিষয়ে পদক্ষেপ নিতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু বলেনি।’
আগামী ৯ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান মুখপাত্র।
রফিকুল ইসলাম বলেন, ‘দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন, ভারতকে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও কোনো উত্তর দেয়নি দেশটি।’
মুখপাত্র জানান, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ–ভারত বাণিজ্য, পানি বন্টন, সীমান্তসহ স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে লিখেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সফরটি এমন এক সময়ে হতে চলেছে, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

