AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
হাইকোর্টের রুল

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা কেন নয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৮ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা কেন নয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ এবং আহত ও গ্রেপ্তার হওয়া সবাইকে ‌‌‌‘মুক্তিযোদ্ধা’ হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে হতাহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো মাসিক সুবিধা কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট রায়হান আলম। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুর্নবাসন করা হবে না, সব আহত ও গ্রেপ্তার ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের দেয়া মাসিক সুবিধার সমপরিমাণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!