AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক দফা দাবিতে শিক্ষার্থীদের যশোর-মাগুরা সড়ক অবোরধ


Ekushey Sangbad
মনিরুল ইসলাম, শালিখা, মাগুরা
০৫:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৪
এক দফা দাবিতে শিক্ষার্থীদের যশোর-মাগুরা সড়ক অবোরধ

সীমাখালি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে গরুর হাট প্রত্যাহারের দাবিতে   ঢাকা-খুলনা মহা সড়কের মাগুরার শালিখার সীমাখালি  এলাকায়  অবরোধ বনেছেন  শিক্ষার্থীরা ।

মাগুরার শালিখা উপজেলার সিমাখালি বাজারে  সীমাখালি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী আজ মঙ্গলবার ১২ টার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারে সড়ক অবরোধ করে এক দফা দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই অবরোধের কারনে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সড়কের দুই পাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে।

সড়ক অবরোধের খবরে শালিখা উপজেলা নির্বাহি অফিসার হরেকৃষ্ণ অধিকারী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবী শোনেন।শিক্ষার্থীরা জানান তাদের এক দফা এক দাবি খেলার মাঠ থেকে গরুর হাট প্রত্যাহার করতে হবে। এবং বিদ্যালয়ের সামনে সড়কে গতি প্রতিরোধ ব্যবস্থার দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বলেন আগামিকাল বুধবার থেকে গরুর হাট বিদ্যালয়ের খেলার মাঠে বসবে না, গরুর হাট ব্রিজের পশ্চিম পাশে বসবে।আর বিদ্যালয়ের সামনের সড়কে গতি প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে যথাযথ কতৃপক্ষকে জানাবেন।নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদেরর ক্লাসে ফেরার আহবান জানান।

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলে  ঢাকা-খুলনা মহা সড়ক  ১ ঘন্টা অবরোধ রাখার পর ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা । এই সময় সড়কে দুই পাশে কয়েক কিলো মিটার  যানজট সৃষ্টি হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!