বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামক ব্যক্তিকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার মামলায় সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলুকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (০১ সেপ্টেম্বর) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন সলিমুল্লা সলু।
সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামে ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত এজহারনামীয় আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলুকে মোহাম্মদপুর এলাকা গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :