রাজধানীর পল্টনে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় পুরাতন পল্টনের কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ারের ১৫তলা ভবনের পাঁচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ওই ভবনে হঠাৎ কালো ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :