AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রমিক কল্যাণ তহবিলে চারটি কোম্পানি লভ্যাংশ জমা দিল ৭ কোটি টাকা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:৫৮ পিএম, ৩১ মে, ২০২৩
শ্রমিক কল্যাণ তহবিলে চারটি কোম্পানি লভ্যাংশ জমা দিল ৭ কোটি টাকা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ০৭ কোটি ৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে চারটি কোম্পানি। লভ্যাংশ জমা দেওয়া কোম্পানি চারটি হলো- কাজী ফার্মস লিমিটেড, ফার্মাসিউটিক্যালস কোম্পানি রেনেটা লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ।

বুধবার (৩১মে) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো, এহছানে এলাহীর সাথে কোম্পানি চারটির প্রতিনিধিরা সাক্ষাৎ করে নিজ নিজ কোম্পানির পক্ষে তাদের গত অর্থবছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

 

কাজী ফার্মস লিমিটেড এর চিফ এডভাইজার কাজী রিয়াজুল হক এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল  কাজী ফার্মস এবং কাজী মিডিয়া লিঃ এর লভ্যাংশ মোট এক কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৮৭২ টাকার চেক রেনেটা লিঃ এর পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা আলীম আওলাদ তাদের কোম্পানির লভ্যাংশ তিন কোটি ০৬ লাখ ১৩ হাজার ৩৪১ টাকার চেক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজম আলী এক কোটি ৬০ লাখ ০৫ হাজা ৩৯৭ টাকার চেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম তাদের লভ্যাংশ ৯০ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো.মহিদুর রহমান, কাজী ফার্মস লিমিটেড এর পরিচালক কাজী জাহিন হাসান,  রেনেটা লিঃ এর সিনিয়র ম্যানেজার স্বপন কুমার সেনগুপ্তা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির  কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহমান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ পর্যন্ত তহবিলে জমার পরিমাণ ৮শ ৪৬ কোটি টাকা। দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩৩৭ কোম্পানি শ্রম আইন অনুযায়ী  বছর শেষে লাভের ৫ ভাগের একদশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।

 

একুশে সংবাদ/আজ/এসএপি

Link copied!