AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০০৮ সাল থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪২ পিএম, ২৩ মার্চ, ২০২৩
২০০৮ সাল থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

‘২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে। ৭৫ সাল থেকে বার বার গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতে পারেনি। রাজনীতি স্থিতিশীল থাকতে পারেনি। কাজে, বাংলাদেশ সেভাবে এগোতে পারিনি।’

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশকে নিয়ে কী চিন্তা করে সেটা নিয়ে প্রশ্ন ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক দেশ, যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, তাদের বক্তব্য ছিল- এই বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে? এটা ছিল তাদের ধারণা।’

 

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পর করোনার ধাক্কা, এরপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। এরপরও আমরা চেষ্টা করছি অগ্রযাত্রা অব্যাহত রাখতে। আমরা যা করছি সব পরিকল্পিতভাবে করছি। আমাদের সরকার সবসময় গবেষণায় জোর দিচ্ছে। বিষয়ভিত্তিক গবেষণায় আমরা জোর দিয়েছি।’

 

করোনার ক্ষতির কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। রমজানে এক কোটি পরিবারকে কমমূল্যে পণ্য দিচ্ছি। আমরা ভর্তুকি দিয়ে রমজানের পণ্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা মানুষের কষ্ট যখন দেখি তখন তা কীভাবে লাঘব করব সেই কাজ করছি।’

 

নিজেদের টাকায় পদ্মা সেতু করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘অনেকে তখন বলেছিলেন বাংলাদেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব না। কিন্তু আমরা আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছি। আমরা বলেছিলাম নিজেদের টাকায় সেতু করব। বঙ্গবন্ধু তার বক্তব্যে বলেছিলেন কেউ দাবাইয়া রাখতে পারবে না। আমরা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি বাংলাদেশ পারে।’

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০২:৩৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল!
  2. ০২:১০ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩ দারিদ্র ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  3. ১০:৪৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অগ্নিকাণ্ডের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  4. ০৩:৪৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ আঞ্চলিক সড়কে টোল আদায়ের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  5. ০২:৪৬ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে: প্রধানমন্ত্রী
  6. ০২:২৯ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক
  7. ০১:২৭ পিএম, ২৮ মার্চ, ২০২৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক
  8. ০৪:২৮ পিএম, ২৭ মার্চ, ২০২৩ প্রধানমন্ত্রীকে জো বাইডেনের শুভেচ্ছা
  9. ০৩:৩৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩ স্বাধীনতা দিবসে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
  10. ০১:২০ পিএম, ২৬ মার্চ, ২০২৩ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
  11. ১২:৪৩ পিএম, ২৬ মার্চ, ২০২৩ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো: প্রধানমন্ত্রী
  12. ১১:২৬ এএম, ২৫ মার্চ, ২০২৩ দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  13. ০৮:৫০ পিএম, ২৪ মার্চ, ২০২৩ আমরা যুদ্ধ ও সংঘাত চাই না: প্রধানমন্ত্রী
  14. ০৯:৫৬ এএম, ২৪ মার্চ, ২০২৩ এবার গণভবনে ইফতার পার্টি হচ্ছে না
  15. ০৬:০১ পিএম, ২৩ মার্চ, ২০২৩ দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী
Link copied!