AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪২ পিএম, ১৯ মার্চ, ২০২৩
প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্যখাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। মাতৃ ও শিশু মৃত্যু রোধ করে বিশ্বের কাছে আমরা প্রশংসিত হয়েছি। এ সেবাকে আগামীতে আরো জোরদার করতে প্রতি জেলায় ৩০ থেকে ৫০ শয্যার মা ও শিশু হাসপাতাল করা হবে।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রোববার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

জাহিদ মালেক বলেন, আমাদের শিশুরাই দেশের ভবিষ্যৎ। যে জাতি ভবিষ্যতের কথা চিন্তা করে না, সে জাতি উন্নত হতে পারে না। তবে দেশে এখনও শিশুশ্রম বন্ধ হয়নি, বাল্যবিবাহ এখনও হচ্ছে। আমাদের সেদিকে এখন লক্ষ্য রাখতে হবে।

 

তিনি বলেন, বাংলাদেশ এখন পোলিও মুক্ত হয়েছে, টিটেনাস থেকেও মুক্ত হয়েছে। ইপিআইয়ের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা শিশুদের জন্য আলাদা হাসপাতাল করেছি, বড় হাসপাতালগুলোতে আলাদা শিশু কর্নার করে দিয়েছি। অটিস্টিক শিশুদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা শিক্ষা ও অধিকার পায়।

 

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করেন। তিনি ক্ষমতায় থাকলেই দেশের পরিস্থিতি ভালো থাকে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে দিতে পারি না। নিয়মের অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।

 

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এসএপি
 

টাইমলাইন

  1. ০৪:৩৪ পিএম, ১৫ এপ্রিল, ২০২৩ ‘এ বছরই সব হাসপাতালে চালু হবে সান্ধ্যকালীন চিকিৎসা’
  2. ১২:০৪ পিএম, ৩১ মার্চ, ২০২৩ ‘দেশে দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন’
  3. ১০:২৯ পিএম, ২৯ মার্চ, ২০২৩ চিকিৎসা ব্যয়ে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  4. ০৩:১৮ পিএম, ২৭ মার্চ, ২০২৩ সরকারি হাসপাতালে ৩টা থেকে ভিজিট নিয়ে রোগী দেখবে চিকিৎসকরা
  5. ০২:৫২ পিএম, ২৬ মার্চ, ২০২৩ স্বাধীনতা বিরোধীরা এখন ক্ষমতায় যেতে মরিয়া: স্বাস্থ্যমন্ত্রী
  6. ০৩:৫১ পিএম, ২২ মার্চ, ২০২৩ দেশে অসংক্রামক রোগ প্রতিনিয়ত বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
  7. ০৪:৪২ পিএম, ১৯ মার্চ, ২০২৩ প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
  8. ০৯:০৬ পিএম, ১৪ মার্চ, ২০২৩ প্রতিদিন ১০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে
Link copied!