AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্প কারখানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৬ পিএম, ১১ আগস্ট, ২০২২
সারাদেশে সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্প কারখানা

বিদ্যুৎ ও জ্বালানী সংকট মোকাবিলায় এলাকাভিত্তিকভাবে সারাদেশে সপ্তাহে একদিন করে সব ধরণের শিল্প কারখানা বন্ধ থাকবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) এই প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এর আগে, গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান মালিক ও ব্যবসায়ীদের। 

 

কোন এলাকায় কোন দিন বন্ধ দেখতে ক্লিক করুন 

 

নসরুল হামিদ আরও বলেন, সামনের মাস (সেপ্টেম্বর) থেকে আস্তে-আস্তে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। আগের চেয়ে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের বেশি লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

 

জনগণের কথা সরকারের মাথায় আছে উল্লেখ করে তিনি জানান, কে মানুষকে দুর্ভোগে ফেলতে চায়? কেউ চায় না। লোডশেডিং সাময়িক সমস্যা। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। এজন্য গ্যাসের পরিমাণ বাড়ানোর হবে।


একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!