AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে ৫ কোটি টাকার সাপের বিষ জব্দ, গ্রেপ্তার ৩


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৩ পিএম, ১৪ মে, ২০২২
চট্টগ্রামে ৫ কোটি টাকার সাপের বিষ জব্দ, গ্রেপ্তার ৩

শুক্রবার (১৩ মে) চট্টগ্রামের ডবলমুরিং থানার ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম।

                          

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা কাঁচের জারে বায়ুরোধক অবস্থায় রাখা আমদানি নিষিদ্ধ কোবরা সাপের বিষ বাংলাদেশে নিয়ে আসে। এগুলো ফ্রান্সের তৈরি। তবে কীভাবে দেশে এসেছে তা এখনো জানা যায়নি। কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে তাও জানা যায়নি। কীভাবে দেশে পৌঁছেছে, কারা এর সঙ্গে জড়িত বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

 

তিনি আরও বলেন, আসামিরা সংঘবদ্ধভাবে পরস্পর যোগসাজশে কোবরা সাপের বিষ বাংলাদেশে আনে। এরপর চট্টগ্রামে তারা বিক্রি করার জন্য দেনদরবার করে। তাছাড়া তাদের কাছ থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার উপকরণ হিসাবে ঝাড়ফুক, তন্ত্র, মন্ত্রের উপকরণ জব্দ করা হয়।

 

এই ঘটনায় সাথে আরও কয়েকজন জড়িত। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার তিন জনকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ.কম/ঢা/জা

 

Link copied!