AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একদিন না পেরোতেই ডিএনসিসির গাড়ির ধাক্কায় আরেকজন নিহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৬ পিএম, ২৫ নভেম্বর, ২০২১
একদিন না পেরোতেই ডিএনসিসির গাড়ির ধাক্কায় আরেকজন নিহত

রাজধানীর পান্থপথে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আরো একজন নিহত হয়েছেন। মৃত ওই ব্যক্তির নাম আহমেদ কবির। এ ঘটনার পর পলাতক রয়েছে গাড়ির চালক।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহটি ঘটনাস্থলেই রয়েছে।

এর আগে গতকাল বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানের গোলচত্বরে হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনার পর পথচারীরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর গতকাল বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রথমদিনের মতো নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানান।

এরপর আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তারা নটর ডেম কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। পাশাপাশি ঘটনার প্রকৃত আসামির গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন।

পরে দুপুর ১২টার পর তারা গুলিস্তানে হকি স্টেডিয়ামের পাশে দুর্ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

গতকালকের ঘটা দুর্ঘটনা নিয়ে যখন রাজধানীর এক প্রান্তে সব শিক্ষার্থীরা মিছিল করছে তখন অন্য প্রান্ত রাজধানীর পান্থপথে ঠিক একই সময়ে ঘটে গেল আরেকটি একই ধরণের দূর্ঘটনা।


একুশে সংবাদ/জা/তাশা

Link copied!