AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপরিচ্ছন্নকার কারনে মনিটরিং কমিটি সদস্যসহ বরখাস্ত আজিমপুর গার্লসের অধ্যক্ষ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২০ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২১
অপরিচ্ছন্নকার কারনে মনিটরিং কমিটি সদস্যসহ বরখাস্ত আজিমপুর গার্লসের অধ্যক্ষ

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানকে শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে সাময়িক বরখাস্ত করা হয় তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা এক রকম নয়। যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথা জানাতে পারবেন। আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এর প্রস্তুতি হিসেবে আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো।


একুশে সংবাদ/জা/তাশা

Link copied!