AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ের তুলনায় ব্যয় বেশি বিএনপির


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২১ পিএম, ২৬ আগস্ট, ২০২১
আয়ের তুলনায় ব্যয় বেশি বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিশনে ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিবের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন।   

হিসাবে দেখা যায়, ২০২০ সালে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে দলটির। এ সময়ে আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। ব্যয় করা হয়েছে অতিরিক্ত অর্থ পার্টির ফান্ড থেকে। আগের বছরও আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল এই দলটির।

ইতোমধ্যে বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদসহ কয়েকটি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে।

পরে এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ লাখ ৩৬৪ টাকা। যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।

দলীয় সদস্যদের চাঁদা, নমিনেশন ফরম বিক্রি, অনুদান, ব্যাংকের সুদ হিসাব থেকে দলের আয় আসে। অফিস স্টাফদের বেতন, বোনাস, ইউটিলিটি বিল, ত্রাণ সহায়তা, আহত নেতা-কর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। আর ব্যাংকের দলীয় অ্যাকাউন্টের মূলধন থেকে ঘাটতি পূরণ করা হয়েছে।

২০১৯ সালে বিএনপি’র আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।

আইন অনুযায়ী প্রতিবছর ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দিতে হয় আয়-ব্যয়ের হিসাব। ইসি ৩১ জুলাইয়ের মধ্যে ২০২০ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করে দলগুলোকে জমা দেয়ার জন্য চিঠি দিয়েছিল। পরে করোনার কারণে আরও একমাস  সময় বাড়ানো হয়।

একুশে সংবাদ/জা/তাশা

Link copied!