AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ আগস্ট নিহতদের শহীদ বেদীতে আ.লীগের শ্রদ্ধা নিবেদন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৩৪ এএম, ২১ আগস্ট, ২০২১
২১ আগস্ট নিহতদের শহীদ বেদীতে আ.লীগের শ্রদ্ধা নিবেদন

শনিবার (২১ আগস্ট) সকালে ২০০৪ সালের ২১ আগস্ট ঘটে যাওয়া নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীনদল আওয়ামী লীগ।   দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, ড. সেলিম মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, বিপ্লব বড়ুয়া ও একেএম এনামুল হক শামীম।

এরপর আহত ব্যক্তিবর্গ এবং নিহতদের পরিবার সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। ক্রমান্বয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠন ও তাদের শাখাগুলোর পক্ষ থেকে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় বেদীতে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা কালে আ. লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। সেদিন প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ আরো ২৪ জন নেতা-কর্মী। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সে আঘাত নিয়ে আজও মানবেতর জীবন যাপন করছেন অনেকে।

একুশে সংবাদ/জা/তাশা

Link copied!