AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে বরাদ্দ রাখার দাবী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:২২ পিএম, ২৫ মে, ২০২১
২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে বরাদ্দ রাখার দাবী

আগামী ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় করন এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের বিদ্যমান বৈষম্য দূরীকরনে বরাদ্দের দাবীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের মহাসচিব মো: আব্দুল খালেক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, বিগত এক যুগ ধরে সরকার ধারাবাহিকভাবে দেশের সার্বিক উন্নয়নের যে অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে, তা সত্যই প্রশংসার দাবি রাখে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত ও শিক্ষার সম্প্রসারনে প্রভূত উন্নতি সাধন করেছে। এতদসত্ত্বেও এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের জীবন মানোন্নয়নে যথার্থ নজর দেওয়া হয় নি বলে আমরা মনে করি।

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের বাড়িবাড়া ১ হাজার টাকা, উৎসব ভাতা ২৫%, চিকিৎসাভাতা ৫০০ টাকা, যা বর্তমানে বাজারে একেবারেই বেমানান। দেশের ৯৭% মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুরুদায়িত্ব পালন করেন এমপিওভুক্ত শিক্ষকগন। তাই শিক্ষকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন বক্তারা। এ সময় বক্তারা, ইউনেস্কোর সনদ অনুযায়ী এমপিওভূক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করনের লক্ষ্যে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে বরাদ্দ রাখার জোর দাবি সহ নয় দফা দাবী পেশ করেন।

রিপোর্ট-রাফি

Link copied!