বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার মিশন (ওএইচসিএইচআর)। তিন বছরের জন্য স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে শুরু হলো সংস্থাটির এ কার্যক্রম।
এই চুক্তির ফলে বাংলাদেশ যুক্ত হলো সেই ১৬টি দেশের তালিকায়, যেখানে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সরাসরি ম্যান্ডেট নিয়ে কান্ট্রি অফিস পরিচালনা করে। বর্তমানে এ ধরনের অফিস রয়েছে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া ইত্যাদি দেশে।
ওএইচসিএইচআরের ওয়েবসাইট অনুযায়ী, এসব অফিস সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
এই কার্যক্রমের অংশ হিসেবে সরকার, নাগরিক সমাজ, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও অন্যান্য অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনার পাশাপাশি কারিগরি সহায়তা দিয়ে থাকে জাতিসংঘ মানবাধিকার মিশন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে