AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরের আঞ্চলিক ভাষার স্বরূপ


Ekushey Sangbad
মো. জাহিদ সিকদার
০৮:১৯ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৪
উজিরপুরের আঞ্চলিক ভাষার স্বরূপ

বরিশাল জেলার উত্তর জনপদের একটি উপজেলার নাম ‍‍`উজিরপুর‍‍`। ঐতিহ্যবাহী এ উপজেলার মানুষের ভাষার ব্যবহারেও রয়েছে বৈচিত্র্য। এখানের মানুষেরা দৈনন্দিন কাজে যে ধরনের শব্দ উচ্চারণ করে থাকেন তা উজিরপুর তথা বরিশালের আঞ্চলিক ভাষা হিসেবে পরিচিতি লাভ করেছে।
যেমন-
১.  ‘ ও ছ্যামরা- পড়া অয়নায় ক্যা ক? মাইররা পিডের চামরা উডাইয়্যা হালামু।’
ছ্যামরা= ছেলে, অয়নায়=হয়নায়, পিড= পিঠ, উডাইয়্যা= উঠানো, হালামু= হালানো/পালানো।

২. ‘দ্যাহেন পোলাডারে আর মাইররেননা, এ্যাতো পিডাইলে ওতো মইররা যাইবে।’
দ্যাহেন= দেখেন, পোলাডা= ছেলেটা, পিডাইলে= মারলে/ লাঠি দিয়ে মারলে।
৩. ‘মুই ছোডোহাল অইতে হপ্পন দেকতাম মুই বড় অইয়া দ্যাশের ফাইন্নে কিছু একটা করমু। বড় অইছি তয় এহনতরিত দ্যাশটারে কিছু দেতে পারিনাই, এইডা মোর ম্যালা আপছুচ।’
মুই= আমি, ছোডহালে= ছোটকালে/শিশু বয়সে, অইতে=থেকে, হপ্পন=স্বপ্ন, মুই=আমি, ফাইন্নে=জন্যে/তরে, করমু=করবো, এহনতরিত= এখন পর্যন্ত, মোর=আমার, ম্যালা=অনেক, আপছুচ=আফসুস/আকাক্সক্ষা।

সংগ্রহকারী= মো. জাহিদ সিকদার
গ্রামঃ পূর্ব মুন্ডপাশা, পোঃ শিকারপুর
উজিরপুর, বরিশাল। 
সংগ্রহকাল=২৫-১২-২০২৪
মোবাঃ ০১৭২৮১২৯২৬৩ং

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!