AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুমি ভেবো না পিতা -তাপস বিশ্বাস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫০ পিএম, ৪ আগস্ট, ২০২১
তুমি ভেবো না পিতা -তাপস বিশ্বাস

আজ আকাশের মন ভালো নেই
পুঞ্জিভূত ব্যথায় ভারাক্রান্ত সে
বাতাসের চোখেও বেদনার জল,
তোমার রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে
দীর্ঘশ্বাসের ছোঁয়ায় দিশেহারা প্রাণীকুল।
পাখিদের বুকে বইছে কালবৈশাখী ঝড়
তাদের কণ্ঠে গান নেই আজ
আছে করুণ আহাজারি, কষ্টের কাকলি।
রক্তজবার লালে মিশেছে তোমার বুকের রক্ত
রজনীগন্ধার পাপড়ি যেন কাফনের কাপড়,
বিমর্ষ ফুলেরা বিলাপে ব্যাকুল
'পিতা নেই, বঙ্গবন্ধু নেই'।
.
খুনির খুন এখনো গরম
হিংসার আগুনে টগবগিয়ে ফোটে,
ট্রিগারে আঙুল চেপে চুপিসারে চলে আততায়ী
বর্ণচোরা হয়ে মিশে থাকে জনারণ্যে
মৃত তোমাকে আবার মারবে বলে।
কী অপরাধ ছিল তোমার ?
বজ্রকণ্ঠে তুমি জাগিয়ে তুলেছিলে
মুক্তিকামী বাঙালির মুক্তির চেতনা
এটাই কি অপরাধ ?
প্রচণ্ড ভূমিকম্পে কাঁপিয়ে দিয়েছিলে
অত্যাচারী শোষকের ঘৃণিত আস্তানা
এটাই কি অভিযোগ ?
চিহ্নিত দেশদ্রোহীদের সাধারণ ক্ষমা দিয়ে
টেনে নিয়েছিলে তোমার বিশাল বুকে
এটাই কি ছিল ভুল ?
জানি, উত্তর পাবো না কারো কাছে।
.
চোখের জলে কেউ ডুবে আছে অনন্তকাল
দুঃখে, কষ্টে ভেঙে খানখান হয়েছে কারো বুক,
শোকাহত সহযোদ্ধা পবিত্র পাগল হয়ে
তোমার স্মৃতিচারণ করছে রাস্তায় রাস্তায়
কোটালীপাড়ার শেখ সেকেন্দারের মতো ;
কোটি কোটি শিশুর হাহাকার হয়ে
বাংলার পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে
শেখ রাসেলের অতৃপ্ত আত্মা।
অনুশোচনার পরশ পাথরের ছোঁয়ায়
এতটুকু খাঁটি হয় না তবু নরপিশাচের অন্তর,
ইতিহাসের কোনো গোপন গর্তে লুকিয়ে থেকে
চক্রান্তের নতুন জাল বুনে যাচ্ছে তবু
অস্পৃশ্য সরীসৃপ, নিন্দিত নরাধম;
বারবার পরাজিত হয়েও নেচে যায়
রক্তবীজ নামের নগ্ন দৈত্য।
.
প্রিয়তম পিতা
দুচোখ মেলে তাকিয়ে দেখো একবার
বেশিরভাগ ফসল নষ্ট হয়নি আজও
তোমার স্বপ্নের সোনার বাংলায়।
নতুন কুঁড়িদের আগমনে উদ্দীপ্ত ফুলের বাগান
কিশোর-কিশোরীর চোখে চকচকে রোদ,
শোকেরা আজ শক্তির প্রতীক
তোমার পদচিহ্ন, পথের দিশারি।
তুমি ভেবো না পিতা
আবার আসে যদি অশুভ সময়
তোমার অস্তিত্ব মুছে দিতে চায় কেউ,
আকাশ, বাতাস, প্রাণী আর ফুলেদের দিব্যি
তোমার স্বপ্নের দিব্যি,
লাল-সবুজ পতাকার দিব্যি
লাখো শহিদের রক্তের দিব্যি,
সম্ভ্রমহারা মা-বোনের দিব্যি
সত্যের সার্থক সুনামি হবে তাহলে
ফুঁসে উঠবে পবিত্র জলরাশি,
প্রচণ্ড জলোচ্ছ্বাসে চিরতরে ভেসে যাবে
সব ময়লা, সব আবর্জনা
পুণ্যস্নান ক'রে শুদ্ধ হবে বাংলা মা।


একুশে সংবাদ/সুশান্ত/প

Link copied!