AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজে উপযুক্ত সঙ্গী বেছে নেবেন


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:১২ পিএম, ২০ মে, ২০২৩
যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজে উপযুক্ত সঙ্গী বেছে নেবেন

বর্তমানে প্রেম করে বিয়ের সংখ্যা কম নয়। তাই বলে অ্যারেঞ্জ ম্যারেজ যে কমে গেছে, তাও কিন্তু নয়। এখনও অ্যারেঞ্জ ম্যারেজকে প্রাধান্য দিয়ে থাকেন অনেকেই। এক্ষেত্রে বেশিরভাগ সময় সঠিক মানুষটি বেছে নিতে পারবেন কি না, তা নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে। অল্প সময়ে একজন মানুষ সম্পর্কে বুঝতে পারা এবং তার সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া সহজ কথা নয়। তবু কিছু মাথায় রাখলে অ্যারেঞ্জ ম্যারেজেও উপযুক্ত সঙ্গী বেছে নেওয়া সম্ভব-

 

আপনি কী চান?

জীবন যেহেতু আপনার, তাই নিজের চেয়ে বেশি অন্য কারও চাওয়াকে প্রাধান্য দেবেন না। সবার আগে ভেবে দেখুন আপনি কী চান? আপনি কেমন জীবনসঙ্গী খুঁজছেন সে অনুযায়ী সিদ্ধান্ত নিন। অনেক সময় অন্যের পছন্দে বিয়ে করে নিজের মনের মতো হয় না বলে সম্পর্ক নষ্ট হতে শুরু করে। তাই মনের মতো সঙ্গী পেতে চাইলে নিজের মনের চাওয়াকেই গুরুত্ব দিতে হবে।

 

যোগাযোগ

বাড়ি থেকে পাত্র কিংবা পাত্রী দেখছে? আপনি এক্ষেত্রে মুখ লুকিয়ে থাকবেন না। বরং তার সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন। দু’জনের মধ্যে বোঝাপড়া সহজ হলে সম্পর্ক ভালো হবে। বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এবং বিয়ের পরবর্তী জীবনেও সুখে থাকবেন।

 

চারিত্রিক বৈশিষ্ট্য

সে দেখতে কেমন এর থেকেও বেশি নজর দিন তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তার ওপরে। কারণ একজন মানুষ ভালো না মন্দ তা নির্ভর করে তার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর। সে আপনার উপযুক্ত কি না তা বোঝা সহজ হবে একটু খেয়াল করলেই। অন্যের সঙ্গে তার ব্যবহার, কথা বলার ধরন খেয়াল করুন। সবগুলো বিষয় মাথায় রেখে তবেই সিদ্ধান্ত নিন।

 

ভালোলাগা, মন্দলাগা

আপনাদের পছন্দ-অপছন্দগুলো মিলিয়ে নিন। যদি দু’জনের ভালোলাগা এবং মন্দলাগায় বিস্তর পার্থক্য থাকে তবে দু’টি পথ এক না করাই ভালো। দু’জনের বিষয়ে তাই দু’জনেই ভালো করে জেনে নিন। পছন্দের মিল না-ই থাকতে পারে, তবে পার্থক্যটা যেন চোখে পড়ার মতো না হয় সেদিকে খেয়াল রাখবেন।

 

জীবনের লক্ষ্য

পরস্পরের জীবনের লক্ষ্যের কথা জানান। সেসব লক্ষ্য নিয়ে ভালোভাবে আলোচনাও সেরে নিন। একে অন্যকে কতটা সাহায্য করতে পারবেন সে সম্পর্কে খোলামেলা আলোচনা করবেন। এতে নিজ নিজ জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সহজ হবে। তার সঙ্গে কথা বলে বুঝে নিন সে আসলে কতটা সহযোগিতাশীল মানসিকতার।

 একুশে সংবাদ.কম/য/বিএস

Link copied!