AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরুষদের যে কাজটি মেয়েদের আকর্ষণ করে তোলে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০১:৫৫ পিএম, ১১ নভেম্বর, ২০২২
পুরুষদের যে কাজটি মেয়েদের আকর্ষণ করে তোলে

নারী-পুরুষের রসায়ন নারীর মনের মতোই জটিল বিষয়। তবুও গবেষকরা জানতে আগ্রহ প্রকাশ করেন ‘ল অফ অ্যাট্রাকশন’ বা আকর্ষণের সূত্র। তারা জানতে ইচ্ছুক পুরুষ বা নারীদের মধ্যে ঠিক কোন বিষয়টি তাদের প্রতি বিপরীত লিঙ্গকে বেশি আকর্ষণ করে থাকে। কোন বিষয়টি তাদের প্রতি বিপরীত লিঙ্গকে বেশি আকর্ষণ করে থাকে।

 

আর এ রকমই একটি গবেষণায় সম্প্রতি কিছু নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ স্টারলিং-এর গবেষকরা তাদের পরিচালিত একটি সাম্প্রতিক সমীক্ষার ভিত্তিতে জানিয়েছেন, যেসব পুরুষ ডিওডোরেন্ট জাতীয় সুগন্ধি ব্যবহার করেন, তাদের প্রতি নারীরা সহজেই আকৃষ্ট হন।

 

সর্বমোট ৩৬৯ জন নারী-পুরুষকে নিয়ে চালানো এই সমীক্ষায় প্রথমে কয়েকজন পুরুষের ছবি দেখানো হয়েছিল নারীদের। তারপর সেই পুরুষদের সঙ্গেই ওই নারীদের ব্যক্তিগতভাবে পরিচিত করানো হয়।

 

তাতে দেখা যায়, ছবি দেখে যেসব পুরুষের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করেছিলেন নারীরা, তাদের অনেককেই ব্যক্তিগত পরিচয়ের পর আর আকর্ষণীয় বলে মনে হচ্ছে না তাদের।

 

শুধু তাই নয়, এমনটাও দেখা যায় যে ছবি দেখে পছন্দ হয়নি, এমন অনেক পুরুষকেও ব্যক্তিগত পরিচয়ের পরে বেশ মনে ধরছে নারীদের।

 

গবেষকরা বুঝতে পেরেছেন, পুরুষদের শরীরে ঘামের গন্ধ কিংবা ডিওডোরান্টের সুবাস এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেসব পুরুষের শরীরে ঘামের গন্ধ রয়েছে, তাদের তুলনায় যেসব পুরুষ ডিওডোরেন্ট মেখে তরতাজা হয়ে থাকছেন, তাদের ৪০ শতাংশ বেশি আকর্ষণীয় মনে করছেন নারীরা।

 

এই সমীক্ষার ভিত্তিতে চারটি সিদ্ধান্তেও পৌঁছেছেন গবেষকরা। সেগুলি হল- ১) মেয়েদের ঘ্রাণশক্তি পুরুষদের তুলনায় অনেক প্রবল।

 

২) যেসব পুরুষকে তেমন সুপুরুষ বা সুদর্শন বলে মনে করছেন না মেয়েরা, সেই পুরুষরাও যখন ডিওডোরান্ট ব্যবহার করছেন, তখন তাদের প্রতি মেয়েদের আকর্ষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

 

৩) যেসব পুরুষের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করছেন মেয়েরা, তারা ডিওডোরেন্ট ব্যবহার করলে তাদের প্রতি মেয়েদের টান আরও বাড়ছে।

 

সমীক্ষার অঙ্গ হিসেবে এটাও জানার চেষ্টা করা হয়েছিল যে, ডিওডোরান্টের প্রয়োগ পুরুষের চোখে একজন মেয়ের আকর্ষণীয়তা বাড়ায় কী-না। তাতে দেখা যায়, সুগন্ধী ব্যবহারকারী মেয়েদের অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে করছেন ছেলেরা।

 

সুতরাং ঘামের গন্ধ নয়, সুগন্ধীর সৌরভ-সহ পৌরুষের আবেদনই বাঁধা পড়েন মেয়েরা। গবেষকদের দাবি, সুগন্ধী বা ডিওডোরেন্টই মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার অন্যতম কি-ফ্যাক্টর হিসেবে কাজ করে।

 

এই গবেষণায় দাবি করা তথ্যের কোনও দায় নিউজ ১৮ বাংলা ডিজিটাল নেয় না। এই ধরণের তথ্য নেহাতই মজার ছলে নেওয়াই কাম্য।

 

একুশে সংবাদ/নি.আ/জাহাঙ্গীর

 

Link copied!