AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেমের বিশ্বাসঘাতকতা করা নারীদের চেনার উপহায়!


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:২১ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২২
প্রেমের বিশ্বাসঘাতকতা করা নারীদের চেনার উপহায়!

বিশ্বাসই যেকোনো সম্পর্কের মূল ভিত্তি। বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। তাই প্রেমের সম্পর্কে চোখ বন্ধ করে বিশ্বাস করে আগে একটু যাচাই-বাছাই করে নেওয়া ভালো। কারণ আপনি হয়তো আপনার প্রেমিকাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার প্রেমিকা গোপনে অন্যকাউকে বেশি ভালোবাসেন। 

মানুষ যাকে ভালোবাসে, তাকে সহজে সন্দেহ করতে চায় না। যে কারণে প্রিয় মানুষটি ভেতরে ভেতরে বিশ্বাস ভাঙলেও তা বোঝা সম্ভব হয় না। এদিকে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি বিশ্বাসঘাতকতার শিকার, ততদিনে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিছু বিষয়ে শুরু থেকেই যদি খেয়াল করেন, তবে হয়তো বাঁচতে পারেন প্রেমিকার বিশ্বাসঘাতকতার হাত থেকে। জেনে নিন কিছু লক্ষণ সম্পর্কে, যা দেখে বোঝা যাবে আপনার প্রেমিকা আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে-
প্রচুর খরচ করায়

নিজের প্রেমিকার জন্য খরচ করার অভ্যাস থাকা খারাপ নয়। বরং বেশিরভাগ প্রেমিকই এটি করতে চাইবেন। কিন্তু আপনার প্রেমিকা যদি আপনাকে জোর করে বেশি খরচ করায় তবে সতর্ক হোন। সে যদি আপনাকে সত্যি ভালোবাসে তবে আপনার সব বিষয়ে খেয়াল রাখবে। সে আপনাকে দিয়ে অতিরিক্ত খরচ করাতে চাইবে না। আপনার টাকা-পয়সার বিষয়েও সে যত্নশীল হবে। এদিকটায় খেয়াল করে দেখুন। যদি আপনার প্রেমিকা আপনাকে দিয়ে বেশি বেশি খরচ করাতে চায় তবে সতর্ক হয়ে যান।

দূরে গিয়ে ফোন করে:

আপনার পাশে থাকাকালীন কোনো কল এলে আপনার প্রেমিকা কি ফোন নিয়ে দূরে চলে যায়? হতে পারে কিছু ক্ষেত্রে প্রাইভেসির দরকার হতে পারে। সব সময়ই যদি সে এমনটা করে তাহলে সতর্ক হোন। হতে পারে সে এমন কারও সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে যার কথা আপনি জানতে পারলে সমস্যা হতে পারে। সন্দেহ না করে বরং সরাসরি জিজ্ঞেস করুন। দেখুন সে কোনো সদুত্তর দিতে পারছে কি না।

বানোয়াট কথা বলে:

বানোয়াট কথা যত সুন্দর করেই বলুক না কেন, একটা সময় আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে প্রতারিত হয়েছেন। আপনার প্রেমিকা বানোয়াট বা নিজের মতো করে মিথ্যা বলছে কি না সেদিকে খেয়াল করুন। যদি ধরতে পারেন তবে জিজ্ঞেস করুন কেন সে এমনটা করছে। এভাবে নিয়মিত বলতে থাকলে সতর্ক হয়ে যান। কারণ মিথ্যা থেকেই শুরু হয় অবিশ্বাসের।

খুব একটা সময় দেয় না:

মানুষ যাকে ভালোবাসে, তার সঙ্গেই বেশি সময় কাটাতে চায়। কিন্তু আপনার প্রেমিকা যদি আপনাকে খুব একটা সময় দিতে না চায়, দেখা করতে না চায়, কল করলে ব্যস্ততা দেখায় তবে সতর্ক হোন। কারণ সে আপনাকে ভালোবাসলে তার গুরুত্বের তালিকায় শুরুতেই আপনি থাকতেন। এমনটা দেখলে ভবিষ্যতের জন্য তৈরি থাকুন। 

আপনাকে ব্যবহার করছে:

নিজেকে ব্যবহৃত হতে দেবেন না। তার সব কাজে আপনি পাশে থাকেন অথচ কাজ শেষ হলেই আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না, এমন যদি হয় তবে সরে আসুন। তিনি আসলে আপনাকে ব্যবহার করে যাচ্ছেন। এমন অবস্থায় সতর্ক হওয়ার বিকল্প নেই।

একুশে সংবাদ/এসএস

Link copied!