AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবজাতকের শরীরে করোনার অ্যান্টিবডি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪৩ পিএম, ২৯ নভেম্বর, ২০২০
নবজাতকের শরীরে করোনার অ্যান্টিবডি

সিঙ্গাপুরে সন্তান জন্ম দিয়েছেন করোনা আক্রান্ত এক নারী। অ্যান্টিবডি নিয়েই ওই শিশু জন্ম গ্রহণ করেছে । বিষয়টি নিশ্চিত করেছে দেশটির চিকিৎসকেরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের মার্চে অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন ক্যালিন এনজি-চ্যান নামে সিঙ্গাপুরের ওই নারী।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সেলিন নাগ চাং নামে ওই নারী চলতি মাসে সন্তান জন্ম দেন।

গেল মার্চে নাগ চাং গর্ভবতী থাকার সময় করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর আড়াই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তিনি।

কিন্তু চলতি মাসে জন্ম দেয়া তার ছেলে সন্তানের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। উল্টো ডাক্তাররা শিশুটির শরীরে করোনা অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন।

সেলিন নাগ চাং সিঙ্গাপুরের একটি স্থানীয় পত্রিকাকে বলেন, ‘ডাক্তার আগেই সন্দেহ করেছিলেন যে গর্ভকালীন সময়ে আমি করোনা অ্যান্টিবডি আমার শরীর থেকে বাচ্চার শরীরে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারে নিশ্চিত ছিল না ডাক্তার।’

তিনি বলেন, করোনা সনাক্ত হওয়ার পর তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন এবং প্রায় আড়াই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি এখনো নিশ্চিত নয় যে গর্ভকালীন কিংবা প্রসবের সময় কোভিড-১৯ মায়ের শরীর থেকে সন্তানের শরীরে ছড়ায় কিনা।

একুশে সংবাদ /স/এস
 

Link copied!