AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাসপোর্ট পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৯ পিএম, ২৩ জুন, ২০২২
পাসপোর্ট পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৩ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (২৩ জুন) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

 

সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২১ জুন) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করতে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দিয়েছে দুদক।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুনের মোট অর্জিত ৫ কোটি ৯২ লাখ ১৪ হাজার ১৪৮ টাকার সম্পদের বিপরীতে তার অর্জিত আয় পাওয়া যায় ২ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ১৯ টাকা। সম্পদ বিবরণীতে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ১২৯ টাকা।

 

এছাড়াও আবদুল্লাহ আল মামুন ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও প্রমাণ পেয়েছে দুদক।

 

সম্পদের তথ্য গোপনসহ তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ৪ (৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

Link copied!