AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সখিপুরে ধর্ষিতার অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫৩ পিএম, ২০ জুলাই, ২০২১
সখিপুরে ধর্ষিতার অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে

টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের অভিযোগ থানায় জানানোর পর বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত প্রেমিক যুবক দীপক চন্দ্র সরকার (২৫)। চার দিন পর বাড়ি ফিরে থানা–পুলিশের হস্তক্ষেপে গতকাল সোমবার তিনি ওই কলেজছাত্রীকে বিয়ে করেন বলে জানান সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক।

দীপক টাঙ্গাইল শহরে একটি ক্লিনিকে চাকরি করেন। 

পুলিশ জানায়, ছয়-সাত মাস আগে দীপকের সঙ্গে কলেজছাত্রীর প্রেমের ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং এলাকায় তা জানাজানী হয়। 

গত শুক্রবার দুই পক্ষের সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে বৈঠকের আয়োজন করা হয়। এ খবরে দীপক বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর গত রোববার মেয়েটি দীপকের নামে সখীপুর থানায় একটি অভিযোগ করেন। পরে থানা-পুলিশের হস্তক্ষেপে দীপক বাড়ি ফিরে গতকাল সোমবার রাতে ওই ছাত্রীকে বিয়ে করেন।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সদস্য শুকলাল চন্দ্র সরকার বলেন, গতকাল দীপক বাড়ি ফিরে আসায় ও বিয়েতে সম্মত থাকায় রাতেই তাঁদের বিয়ের কাজ সম্পন্ন হয়।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভুইঁয়া বলেন, উভয়ের সম্মতিতেই তাঁরা পাঁচ মাস ধরে মেলামেশা করছেন। ধর্ষণের মামলা হলে উভয়েরই ক্ষতি হতো। দীপককে বিয়ের জন্য চাপ দিলে তিনি সম্মত হন। পরে গতকাল রাতে তাদের বিয়ে হয়।


একুশে সংবাদ/নজরুল/ব

Link copied!