AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: ৯ সাবেক মন্ত্রীসহ ৩৯ জনের ট্রাইব্যুনালে হাজির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৭ এএম, ২০ জুলাই, ২০২৫

জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: ৯ সাবেক মন্ত্রীসহ ৩৯ জনের ট্রাইব্যুনালে হাজির

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ৭ মামলায় একসঙ্গে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

একই দিনে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসি পরিচালক জিয়াউল আহসানসহ আরও ১০ জনকে এবং কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনি-সহ ১৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকেও আদালতে তোলা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ জন মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলকের নামও এই তালিকায় রয়েছে।

মুগ্ধ হত্যা মামলা ছাড়াও নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন জেলার মোট ৭ মামলায় রবিবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সময়ে সাবেক এসব মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। তাই প্রতিটি মামলায় তারা সময়ের আবেদন করবে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!