AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয়ের কোনও অনলাইন ক্লাসই বাদ যায়নি, ‘স্নাতক’ হল পুষ্যি বেড়াল!


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২২ পিএম, ২৪ আগস্ট, ২০২২
বিশ্ববিদ্যালয়ের কোনও অনলাইন ক্লাসই বাদ যায়নি, ‘স্নাতক’ হল পুষ্যি বেড়াল!

 

বিশ্ববিদ্যালয়ের সমার্বতন অনুষ্ঠানে নজর কেড়ে নিল গুটিসুটি মেরে থাকা এক বিশেষ ‘পড়ুয়া’। পড়াশোনায় দারুণ মনোযোগী। বছরভর বিশ্ববিদ্যালয়ের কোনও অনলাইন ক্লাসই বাদ পড়েনি। তার অধ্যবসায়ের পুরস্কারও জুটেছে। সম্প্রতি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ফ্রান্সেসকা বোরদিয়েরের মতোই ‘স্নাতক’ হয়েছে তাঁর পুষ্যি বেড়াল সুসি।

 

কাগজেকলমে সুসির ঝুলিতে স্নাতকস্তরের ডিগ্রি নেই বটে। তবে তাকে দেখা গিয়েছে সমাবর্তন অনুষ্ঠানে আসা পড়ুয়াদের মতোই চিরাচরিত কালো গাউন এবং চৌকো টুপিতে। নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে অস্টিনের বাসিন্দা ফ্রান্সেসকার একটি পোস্ট। তাতেই দেখা গিয়েছে সুসিকে। ফ্রান্সেসকার পাশেই সমাবর্তনের পোশাকে বসে রয়েছে তাঁর পোষা বেড়ালটি।

 

ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফ্রান্সেসকা লিখেছেন, ‘‘যে ক’টি জুম লেকচারে অংশ নিয়েছি, তার সবক’টিতেই ছিল আমার বেড়াল। ফলে আমরা দু’জনেই টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছি!’’ দুইয়ের এ হেন কীর্তিতে বাহবা দিচ্ছেন অনেকে। নেটমাধ্যমে এক জনের মন্তব্য, ‘বহু দিন পর এ ধরনের একটা মিষ্টি পোস্ট দেখলাম। তোমাদের দু’জনকেই অভিনন্দন!’

 

সুসি যে কতটা মনোযোগী পড়ুয়া, তা জানিয়েছেন ফ্রান্সেসকা। তিনি বলেন, ‘‘অতিমারিতে বেশির ভাগ সময়ই আমাকে অ্যাপার্টমেন্টে কাটাতে হয়েছে। পড়াশোনার সময় আমার বেড়ালটি পাশে বসে থাকত। যখনই অনলাইনে লেকচার চলত, মন দিয়ে সে সব শুনতে চাইত। এমনকি, সব সময়ই আমার ল্যাপটপের পাশে বসে থাকত।’’

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!