ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যখন উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, ঠিক সে সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জন সন্দেহভাজনকে আটক করেছে ইরান।
শনিবার (২১ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।
প্রদেশটির প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আটককৃতদের কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি ছিল।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি যোগাযোগ থাকার প্রমাণও পেয়েছে নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছে। ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালালে এর জবাবে তেহরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে।
ইসরায়েলি সূত্র অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অপরদিকে, ইরানি গণমাধ্যমগুলোর মতে, ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছে ৬৩৯ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ১,৩০০ জন।
এই উত্তেজনার মধ্যে সাইবার হামলা ও গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইরানে বড় ধরনের গোয়েন্দা অভিযান চালিয়ে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

