AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি সেটেলাররা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০৩ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি সেটেলাররা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত এলাকায় একটি মসজিদে আগুন দিয়েছে ইসরাইলি সেটেলাররা। একই সঙ্গে হিব্রু ভাষায় স্প্রে করে ‘প্রতিশোধ’ ও ‘আরবদের মৃত্যু হোক’-এর মতো বিদ্বেষপূর্ণ ও বর্ণবাদী স্লোগান দিয়ে ভবনের সম্মুখভাগকে বিকৃত করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

সালফিতের গভর্নর আবদুল্লাহ কামিল শুক্রবার বলেছেন যে, মারদা গ্রামের বির আল-ওয়ালিদাইন মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার মধ্যে এটা ইসরাইলি সেটেলারদের সহিংসতার সর্বশেষ ঘটনা।

কামিল জানান, একদল অবৈধ বসতি স্থাপনকারী আজ সকালে মসজিদে হামলা চালায় ও আগুন লাগিয়ে দেয়। দেয়ালে ও মেঝেতে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দ ও স্টার অফ ডেভিডের চিহ্ন আঁকা হয়।

গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন, বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশপথে আগুন লাগিয়ে দেয়। অন্য এক বাসিন্দা বলেন, পুরো কাঠামোকে গ্রাস করার আগেই আগুন নিভে যায়। মারদা গ্রাম কাউন্সিলের প্রধান নাসফাত আল-খুফাশ রয়টার্সকে এক সাক্ষাত্কারে এ ঘটনাকে সেটলারদের পদ্ধতিগত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে জোর করেই অসংখ্য বসতি গড়েছে ইসরাইলিরা। জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুসারে বসতিগুলোকে অবৈধ বলে বিবেচিত করা হয়।

গভর্নর কামিল বলেন, অবৈধ বসতি স্থাপনকারীরা আগেও ইসরাইলি সেনাবাহিনীর সুরক্ষা নিয়ে গ্রামে প্রবেশ করেছে এবং কাছাকাছি এলাকায় বহু স্থাপনায় একইভাবে ভাঙচুর চালিয়েছে।

রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। এটাকে ‘বর্ণবাদের নির্লজ্জ কর্মকাণ্ড’ অভিহিত করে এক বিবৃতিতে বলা হয়েছে, 
এই ঘটনা ইসরাইলের চরম ডানপন্থি সরকারের আমাদের জনগণের বিরুদ্ধে ব্যাপক উসকানিমূলক প্রচারণার প্রতিফলন।
 

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক আগ্রাসন শুক্রবার (২০ ডিসেম্বর) ৪৪০তম দিনে গড়িয়েছে। এখনও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৭৭ জন নিহত ও আরও ১৭৪ জন আহত হয়েছেন।


 

একুশে সংবাদ/স.ট/আ.য

 

Link copied!