AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাপানে বন্যায় ৬ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৪ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
জাপানে বন্যায় ৬ জনের মৃত্যু

জাপানে ইশিকাওয়া অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। বন্যায় এই অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববারে সেপ্টেম্বরে স্বাভাবিকের দ্বিগুণ বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছে দুই নগরবাসী। কয়েক ডজন নদীর পানি দুতীরে উপচে পড়েছে। ফলে পার্শ্ববর্তী অসংখ্য রাস্তা পানিতে ডুবে গেছে।

ওয়াজিমা শহরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি সুড়ঙ্গের কাছ থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দ্য জাপান টাইমস জানিয়েছে, অন্য নিহতদের মধ্যে দুই বৃদ্ধ ও এক বৃদ্ধা ছিলেন।

শনিবার জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়াতে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছিল। পরদিন একে সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনা হয়। তবে সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় জনগণকে সদাসতর্ক থাকার আহ্বান জানানো হয়।

চলতি বছরের প্রথমদিনে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় জাপান। সেই দুর্যোগে ঘরবাড়ি হারানো মানুষকে অস্থায়ী আবাসন গড়ে দেওয়া হয়েছিল। বন্যায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রচারমাধ্যম এনএইচকে’র এক ফুটেজে দেখা যায়, ওয়াজিমার একটি সম্পূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সোমবার প্রায় চার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

ইশিকাওয়ার ওয়াজিমা, সুজু, নোতোসহ চার শহরের ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

Link copied!