রাজধানী মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ইউক্রেনীয় বাহিনী এক রাতে রাশিয়ার ১৫টির বেশি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। দুটি ড্রোন দিয়ে রাজধানী মস্কোতে হামলা চালিয়েছে। তবে রাশিয়াও ইউক্রেনের ১৫৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক, ব্রায়ানস্ক, ভোরোনেজ এবং বেলগোরোদ অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক ১২২টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
এর আগে ইউক্রেনের আরো তিনটি গ্রাম দখলে নেয়া দাবি করে রাশিয়া। শুক্রবার (৩০ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলের তিনটি গ্রাম দখল করেছে। ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরুর কয়েক সপ্তাহ পর এই গ্রামগুলো দখলের কথা জানায় মস্কো।
এর আগে রাশিয়ার প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার অর্থাৎ প্রায় ৫০০ বর্গমাইল এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি দাবি করেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার অর্থাৎ প্রায় ৫০০ বর্গমাইল এলাকা কিয়েভের নিয়ন্ত্রণে এসেছে।
এছাড়া ওই অঞ্চলের অন্তত ১০০টি রুশ স্থাপনার দখলও নিয়েছে ইউক্রেন। সিরস্কি জানিয়েছেন, কুরস্কে গত কয়েক দিনের অভিযানে তারা রাশিয়ার ৫৯৪ জন সেনাকে আটক করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :