AB Bank
ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪০ পিএম, ২৫ আগস্ট, ২০২৪
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত

পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে।নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।রোববার (২৫ আগস্ট)বাসটি কাহুটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে খাদে পড়ে যায় বলে জানিয়েছেন এক উদ্ধারকারী কর্মকর্তা।রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার বলেছেন, ‘কোস্টারের ব্রেক ফেইল হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।’

মরদেহগুলোকে কাহুতার তহসিল সদর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানান তিনি। বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই পুরুষ।

এই কর্মকর্তা আরো বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনাটি কাহুটার আজাদ পত্তন রোডের গিরারি সেতুতে ঘটেছে।’

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘দুঃখের এই মুহুর্তে হতাহতদের পরিবারের সঙ্গে আমি সমভাবে ব্যথিত।’

এসময় ‘ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার’ প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি।এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘আল্লাহ এই ট্র্যাজেডিতে যারা মারা গেছেন আপনি তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য দান করুন।’

সূত্র: দ্য ডন

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!