দক্ষিণ কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, রাজধানী সিউলের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসানের একটি মোড়ে স্থানীয় সময় ভোর ৫:৪৫ টার দিকে দিনমজুরদের বহন করা একটি ভ্যানের সাথে একটি বাসের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের ফলে ভ্যানটি উল্টে একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
সেখানে দুর্ঘটনার পর দ্রুততার সাথে ভ্যানে থাকা পাঁচজন শ্রমিককে কাছের হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত বলে নিশ্চিত করা হয়।এ ঘটনায় চালকসহ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়েছে।
যাত্রীবাহী গাড়িরও দুজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ভ্যানটি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :