AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোদির প্রশংসা করায় স্ত্রীকে ৩ তালাক দিলেন স্বামী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৫ পিএম, ২৪ আগস্ট, ২০২৪
মোদির প্রশংসা করায় স্ত্রীকে ৩ তালাক দিলেন স্বামী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের প্রশংসা করায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন এক ব্যক্তি। সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে জানানো হয়, জরওয়াল থানার বহরাইচ এলাকার ওই নারীর অভিযোগ, অযোধ্যার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদি আদিত্যনাথের প্রশংসা করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্বামী। একপর্যায়ে তাকে মারধরও করেন। পরে বিচ্ছেদ চেয়ে তিন তালাক উচ্চারণ করেন।

ওই নারী পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলেছেন, ‘২০২৩ সালে আমাদের বিয়ে হয়। তার পরই আমি অযোধ্যায় আসি। অযোধ্যা ধামের উন্নতি, রাস্তাঘাট, এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগি এখানে উন্নতি করেছেন তাতে আমি অভিভূত। এইসব কথা স্বামীকে বলতেই তিনি রেগে যান। আমাকে বাবার কাছে পাঠিয়ে দেয়।’

জারওয়াল রোড থানার ইনচার্জ ইন্সপেক্টর (এসএইচও) ব্রিজরাজ প্রসাদ জানিয়েছেন, কিছুদিন পরে আত্মীয়দের মধ্যস্থতায় ওই নারী পুনরায় তার স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপরেও ওই ব্যক্তি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন এবং তার স্ত্রীকে তিন তালাক দেন।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!