আচমকা রাশিয়ার মুসলিম প্রধান প্রজাতন্ত্র চেচনিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর ককেশাসের এই প্রজাতন্ত্রে পা রাখলেন তিনি। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভকে সঙ্গে নিয়ে চেচেন সেনা ও স্বেচ্ছাসেবকদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সক্ষমতাও পরিদর্শন করেন পুতিন।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, পুতিনের চেচনিয়া সফরের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২০ আগস্ট) সেখানে যান তিনি। এমন এক সময়ে পুতিন সেখানে গেলেন যখন কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করতে লড়াই করছে রুশ বাহিনী।
চেচনিয়ার গুডারমেসে অবস্থিত রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণরত যোদ্ধাদের উদ্দেশে পুতিন বলেন, যতদিন তোমাদের মতো সাহসী পুরুষ রয়েছে, আমরা সম্পূর্ণ অপরাজেয়।
তিনি আরো বলেন, গণনায় গোলাগুলি করা এক জিনিস, কিন্তু জীবনের ঝুঁকি নেয়া অন্য। তোমাদের মাতৃভূমির প্রতিরক্ষায় সাহসিকতা ও অভ্যন্তরীণ তাগিদ রয়েছে।
মঙ্গলবার একটি পৃথক সভায় রমজান কাদিরভ পুতিনকে জানান, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ৪৭ হাজারের বেশি সেনা দিয়েছে চেচনিয়া। তাদের মধ্যে ১৯ হাজারের মতো স্বেচ্ছাসেবক রয়েছে।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে রুশ সীমান্ত টপকে এই অঞ্চলে প্রবেশ করেছিল ইউক্রেনের সেনারা। তারপর সীমান্ত থেকে রাশিয়ার ভেতরে বেশকিছু অঞ্চল তাদের দখলে রয়েছে। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়াকে এত বড় অনুপ্রবেশ মোকাবিলা করতে হয়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :