ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন।লারকানা ভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো পাঁচজন মারা যান।
ইরানি মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়াজদের তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস ব্রেক ফেইল করে উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। আহতদের ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮ জন। আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :