AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন সাজোয়া যান-হেলিকপ্টার নিয়ে তালেবানের প্যারেড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৩ পিএম, ১৫ আগস্ট, ২০২৪
মার্কিন সাজোয়া যান-হেলিকপ্টার নিয়ে তালেবানের প্যারেড

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে হটিয়ে তিন বছর আগে ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।বুধবার (১৪ আগস্ট) এই উপলক্ষে বারগাম ঘাঁটিতে সামরিক প্যারেডের আয়োজন করা হয়। এই ঘাঁটি ব্যবহার করে তালেবানের বিরুদ্ধে দুই দশকের বেশি সময় ধরে যুদ্ধ করেছে পশ্চিমা দেশগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সামরিক পোশাক পরিহিত তালেবান যোদ্ধারা হেলিকপ্টার উড়াচ্ছেন এবং নিচ দিয়ে সাঁজোয়া যান যাচ্ছে। ২০২১ সালে মার্কিন বাহিনী যখন আফগানিস্তান থেকে পালিয়ে যায় তখন এগুলো ফেলে চলে যেতে বাধ্য হয় তারা।

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল কবীর বলেছেন, ‘ইসলামিক আমিরাত অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাপ্তি ঘটিয়েছে এবং দেশের মধ্যে একতা এবং সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করেছে।’

তিনি আরো বলেছেন, ‘আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনোদিন কোনো দেশকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারও করতে দেওয়া হবে না।’

গতকাল বুধবার তালেবান সরকার আফগানিস্তানে ছুটি ঘোষণা করে। তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, সারা দেশে উৎসব চললেও এতে নারীদের অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি।


সূত্র: ফক্স নিউজ

একুশে সংবাদ/ এস কে

Link copied!