AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে: পুতিন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:০৬ পিএম, ১৩ আগস্ট, ২০২৪
ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে: পুতিন

ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘রাশিয়ায় অনুপ্রেবেশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ইউক্রেন। তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনী ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর পুতিন এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এবারই প্রথম রাশিয়ার সবচেয়ে বেশি ভেতরে প্রবেশ করেছে ইউক্রেন বাহিনী। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মস্কো।

এরই মধ্যে অনুপ্রবেশ দমনে কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন পুতিন। তবে সেখানে কত সেনা পাঠানো হয়েছে, তা জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিনি বলেন, ‘ইউক্রেন বাহিনীর ক্ষয়ক্ষতি নাটকীয়ভাবে বাড়ছে। তাদের যুদ্ধ ইউনিটগুলো এখন আমাদের সীমান্তের কাছে স্থানান্তর করছে।’

পুতিন আরও বলেন, ‘ইউক্রেনকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই।’

স্থানীয় গভর্নর বলেছেন, কুরস্কের প্রায় ২৮টি গ্রাম ইউক্রেনের সেনাদের দখলে। ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো ২ হাজার রুশ নাগরিক রয়ে গেছে। তাদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গভর্নর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এতদিন অন্যদের ওপর যুদ্ধ চাপিয়ে দিত রাশিয়া। এবার যুদ্ধ তাঁদের ওপর চেপে বসেছে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!