AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় লেবাননে ২ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৪ পিএম, ১২ আগস্ট, ২০২৪
ইসরায়েলি হামলায় লেবাননে ২ জন নিহত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই পক্ষের মধ্যে যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। এরমধ্যেই লেবাননের তাইবেহ গ্রামে হামলা চালালো ইসরায়েলি বাহিনী।    

জানা গেছে, লেবাননের তাইবেহ গ্রামে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে হয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ড্রোন থেকে তাইবেহ গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা তাইবেহ’র কাছাকাছি আদাইসেহ এলাকায় দিনভর হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। এই যুদ্ধ শুরু দিকেই হিজবুল্লাহ ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছে হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত থাকবে। এরপর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে পাল্টা গুলি বিনিময় চলছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!