গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে মুখোমুখি ইসরায়েল ও লেবানন। এদিকে লেবাননে ‘নতুন অভিযান’ পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে ইরান। আজ রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন।
গতকাল শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী রকেট হামলা হয়। হামলায় ১২ জন কিশোর-তরুণ নিহত হয়েছে। তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। ওই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী থেকে এ জন্য লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেদিনই ওই হামলার জবাব দেওয়ার কথা বলেছেন। এদিকে গোলান মালভূমি এলাকায় রকেট হামলার জবাবে গতকাল রাতেই হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
একুশে সংবাদ/প্র.আ/হা.কা
আপনার মতামত লিখুন :