দক্ষিণ আফ্রিকার ক্লার্কসডর্প শহরের কানানা এলাকায় একটি মদের বারে দুর্বৃত্তের গুলিতে ৮ জন নিহত হয়েছে।
শনিবার ২৭ জুলাই সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় মিডিয়ার বরাতে জানা যায়, সকাল বেলায় ওই থাবেনটিতে ক্রেতাদের ভিড় ছিল। এমন সময় আচমকা অস্ত্র হাতে কয়েকজন ওই বারে ঢুকে পড়ে। কোনকিছু বুঝে উঠার আগে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে ছয়জন পুরুষ ও একজন নারী সহ ৭জন নিহত হয়েছে। এবং অপরজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী ও ছয়জন পুরুষ আহত হয়েছে। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ বলছে, গুলি চালানোর পর তারা প্রতিষ্ঠানের নগদ অর্থ, ক্রেতাদের মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। তবে এই ঘটনায় মোট কতজন হামলাকারী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :