বরাবরই হামাসসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অবস্থান ঘিরে ইসরাইলি সেনাবাহিনী- আইডিএফ’র সঙ্গে তার সরকারের বিভাজন ক্রমশ বাড়ছে। প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করা যে মোটেই সহজসাধ্য নয় সেটিই জানাচ্ছে আইডিএফ।
এরই ধারাবাহিকতায় এবারে মুখ খুলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শনিবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফকে হত্যার উদ্দেশ্যে নিরাপদ অঞ্চল ঘোষিত গাজার আল মাওয়াসিতে বিমান হামলা চালায় ইসরাইল। তবে হামলায় দাইফের মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। রবিবার ওই অভিযানে অংশ নেয়া পাইলটদের সাথে নেভাটিম বিমান ঘাঁটিতে সাক্ষাত করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেন, ইসরাইলি সেনারা গাজায় অত্যন্ত দক্ষতার সাথে অভিযান পরিচালনা করছে। এতে দিন দিন নিঃশেষ হয়ে আসছে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতা। তবে এরপরও তাদের নির্মূলে বহু বছর সময় প্রয়োজন।
গ্যালান্ট বলেন, ইসরাইলি হামলায় প্রতিরোধ গোষ্ঠিগুলোর সক্ষমতা এতোটাই কমে গেছে যে, তারা আর নতুন করে শক্তি অর্জন করতে বা সংগঠিত হতে পারবে না। আহত যোদ্ধাদের চিকিৎসা দেয়ার সক্ষমতাও নেই তাদের। তবুও শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাইকে নির্মূল করা স্বল্প সময়ের কাজ নয়।
এদিকে আল মাওয়াসিসহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে ইসরাইলের ধারাবাহিক হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজায় ইসরাইলের এই নৃশংসতাকে অনন্ত হত্যাযজ্ঞ আখ্যা দিয়ে তিনি বলেন, এসবের মধ্য দিয়ে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার পিঠে ইচ্ছাকৃতভাবে ছুরি মারছে ইসরাইল। অবিলম্বে গাজাবাসীকে শায়েস্তা করার এই মানসিকতা থেকে ইসরাইলকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ব্রাজিল প্রেসিডেন্টের।
একুশে সংবাদ/বা.ভি/হা.কা
আপনার মতামত লিখুন :