সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন (আরএনসি)। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এবারের জাতীয় কনভেনশন আয়োজন করা হয়েছে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলের শহর মিলওয়াকিতে। ইতোমধ্যেই ট্রাম্প সেখানে পৌঁছেছেন বলে জানা গেছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষে ট্রাম্পের প্রার্থিতার আনুষ্ঠানিক মনোনয়ন দিতে সেখানে জড়ো হচ্ছেন দলটির হাজার হাজার সমর্থক এবং নীতিনির্ধারকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
এতে বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ শহর বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হন ট্রাম্প। ট্রাম্পকে লক্ষ্য করে ছোড়া হামলাকারীর বন্দুকের একটি গুলি তার ডান কানের উপরের অংশ স্পর্শ করে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এমন হামলার ঘটনা দেশটির রাজনীতিতে একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া ওই ঘটনা দেশটির জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার রিপাবলিকানদের আনুষ্ঠানিক প্রার্থী মনোনয়নের কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একুশে সংবাদ/মা.জ/হা.কা
আপনার মতামত লিখুন :