AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরাইল পুর্ণাঙ্গ যুদ্ধে গেলে হিজবুল্লাহকে সব রকম সমর্থন দেবে ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫২ পিএম, ২ জুলাই, ২০২৪
ইসরাইল পুর্ণাঙ্গ যুদ্ধে গেলে হিজবুল্লাহকে সব রকম সমর্থন দেবে ইরান

ইসরাইল যদি যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বোতভাবে সাপোর্ট দেবে ইরান। সোমবার ফিন্যান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের চেয়ারম্যান কামাল খারাজি। তিনি এ সময় সাফ জানিয়ে দেন, ওই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান। তাই সেখানে আরও উত্তেজনা বন্ধে ইসরাইলকে চাপ দেয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্যরা। এখানে উল্লেখ্য, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি। তিনি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না। না ইরানের, না যুক্তরাষ্ট্রের।

আরেক মন্তব্যে খারাজি আশা প্রকাশ করেন যে, ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হলো পশ্চিমাদের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টির একটি উপায়। নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান তিনি।

একুশে সংবাদ/মা.জ/হা.কা

 

 

 

 

 

Link copied!