AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনে ভয়াবহ বন্যা, পানির তোড়ে সেতু ধস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৬ পিএম, ১৮ জুন, ২০২৪
চীনে ভয়াবহ বন্যা, পানির তোড়ে সেতু ধস

চিনে বন্যা

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ-পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট-বাড়িঘর। বন্যার পানির তোড়ে সেতু ধসে পড়ার ঘটনাও ঘটেছে। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। পাওয়া গেছে হতাহত-নিখোঁজের খবরও।

টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১৭ জুন চীনের গুয়াংডং প্রদেশে ভেঙে পড়ে একটি সেতু। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, ঢুকে পড়েছে লোকালয়েও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাটসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এরই মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

গত কয়েকদিন ধরে চলা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কেবল মেইঝু শহর থেকেই ৪৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয় তারা। এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান।

ভয়াবহ বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েন প্রদেশের প্রায় দেড় লাখ বাসিন্দা।

গুয়াংডং প্রদেশে প্রতি বছরই দেখা দেয় বন্যা। তবে এবারের বন্যার ভয়াবহতা আগের বছরগুলোর তুলনায় বেশি বলে মনে করছেন স্থানীয়রা। এ বন্যায় এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজও রয়েছেন অনেকে। 


একুশে সংবাদ/ স.ট./ এসএডি

Link copied!