ইসরায়েলের যুদ্ধবিরতির খবর শুনে গাজা ছাড়তে রাফা সীমান্তে ভিড় করেছেন শত শত ফিলিস্তিনি। এদিকে এ যুদ্ধবিরতির খবর অস্বীকার করেছে ইসরায়েল। খবর এএফপির।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ গাজায় ইসরায়েল,যুক্তরাষ্ট্র ও মিসর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজার স্থানীয় সময় সোমবার সকাল ৯টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এসময়ে গাজার বাসিন্দাদের মিসরে যাওয়ার জন্য রাফা ক্রসিং খুলে দেওয়া হবে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অফিস বার্তা সংস্থা এএফপির কাছে যুদ্ধবিরতির খবর অস্বীকার করেছে।
গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলের অন্তত ২৮৬ সেনাসহ ১৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এছাড়া বহু মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত আড়াই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :