AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মর্গে জায়গা নেই, আইসক্রিমের গাড়িতে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩২ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
মর্গে জায়গা নেই, আইসক্রিমের গাড়িতে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ

গাজায় ইসরায়েলি হামলায় ক্রমশ বেড়ে চলেছে। বাড়ছে নিহতের সংখ্যা। কেবল গত ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে হাসপাতালে মর্গে মরদেহ রাখার স্থান পাওয়া যাচ্ছে না।


আল জাজিরার খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমানের অব্যাহত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হাসপাতালের মর্গ ইতিমধ্যে লাশে ভর্তি। এ কারণে গাজার বেশ কিছু হাসপাতাল আইসক্রিমের গাড়ি এনে সেখানে ফিলিস্তিনিদের লাশ রাখছে।

 

আল জাজিরায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শুধু আইসক্রিমের গাড়িতে নয়, রেফ্রিজারেটর সুবিধা থাকা খাবার বহনকারী গাড়িতেও রাখা হচ্ছে লাশ।


দেইর আল বালাহ এলাকার একটি হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব বলেন, ‘প্রতিদিন মৃত্যু বাড়ছেই। এ কারণে বাধ্য হয়ে আইসক্রিমের গাড়িতে লাশ রাখতে হচ্ছে। এসব গাড়ি স্থানীয় ফ্যাক্টরি থেকে আনা হয়েছে।’

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৫টি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। দুইটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে।

 

একুশে সংবাদ/রা.বিডি/না.স

Link copied!