২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ব্যবসায়ী বিবেক রামাস্বামী। এই দৌড়ে প্রথম স্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ব্যবসায়ী বিবেক রামাস্বামী।
নিউ হ্যাম্পশায়ারের একটি নতুন ইউনিভার্সিটির একটি জরিপে এই তথ্য জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সিএএনের মতে, জিওপির প্রাথমিক ভোটারদের ৩৯ শতাংশের প্রথম পছন্দ হিসেবে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। এদের মধ্যে ১৩ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের পরে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিবেক রামাস্বামী। তার পরেই অবস্থান করছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালি। তিনি ১২ শতাংশ সমর্থন পেয়েছেন। অন্যদিকে ১১ শতাংশ সমর্থন নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি।
পঞ্চম অবস্থানে রয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। তিনি ভোটারদের ১০ শতাংশ সমর্থন পেয়েছেন। যদিও জুলাই মাসের ইউএনএইচ জরিপে তিনি ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিলেন। সে সময় তার সমর্থন ছিল ২৩ শতাংশ, যা এখন ১৩ শতাংশ কমে ১০ শতাংশ হয়েছে।
এ ছাড়াও সাউথ ক্যারোলিনার সিনেটর টিম স্কট ভোটে ৬ শতাংশ সমর্থন পেয়েছেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দখলে রয়েছে ২ শতাংশ।
এদিকে সিএনএন পোল অনুসারে, অনিবন্ধিত রিপাবলিকান ও কম বয়সী ভোটারদের মধ্যে রামাস্বামীর জনপ্রিয়তা বেশি। তিনি তাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
৩৭ বছর বয়সী রামাস্বামীর মা-বাবা ভারতের কেরালা থেকে যুক্তরাষ্ট্রে যান। তারা ওহাইওর জেনারেল ইলেকট্রিকে কাজ করেছেন।
ফক্স নিউজের টাকার কার্লসনের প্রাইম টাইম শো-তে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন রামাস্বামী। তিনি দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি রিপাবলিকানের হয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
২০১৪ সালে বিবেক রয়ভ্যান্ট সায়েন্সেস নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলেন রামাস্বামী। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ছিলেন তিনি। বিভিন্ন রোগের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে এই প্রতিষ্ঠান। এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তিনি। গত বছর স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন রামাস্বামী।
একুশে সংবাদ/স.টি/না.স
আপনার মতামত লিখুন :