একাকিত্ব দূর করতে পাকিস্তানের ১১০ বছর বয়সী আব্দুল হুনান নামে এক বৃদ্ধ চতুর্থ বিয়ে করেছেন। ১২ সন্তানের এই পিতা ৫৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছেন।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা গেছে, আব্দুল হুনানের বড় ছেলের বয়স এখন ৭০ বছর। ৬টি ছেলে, ৬টি মেয়ে ও এক ডজনের বেশি নাতি-নাতনি নিয়ে আব্দুলের ভরা সংসার। তার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮৪। তিনজন স্ত্রী থাকা সত্ত্বেও বড় একা লাগত আব্দুলের। তাই চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খুব ছিমছামভাবে বাড়ির সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সারেন আব্দুল হুনান।
বিয়েতে আব্দুলের সব নাতি-নাতনিই উপস্থিত ছিলেন। তারা বিয়ের ভিডিও করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেই বিয়ের ভিডিওটি এখন বেশ ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আব্দুল হুনানের সঙ্গে যোগাযোগ করেন। তাকে প্রশ্ন করা হয়, এই বয়সে আবার কেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিলেন? জবাবে আব্দুল হুনান বলেন, সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড্ড একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বউ আনলে আমার একাকিত্ব কাটবে, আর বাড়িও ভরা থাকবে। ভালোবাসার তো কোনো বয়স হয় না, বয়স তো কেবল সংখ্যামাত্র।
একুশে সংবাদ.কম/এসএপি
আপনার মতামত লিখুন :